সংবাদ শিরোনাম ::
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১
এস এম শরিফুল ইসলাম,নড়াইল
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
নড়াইলের নড়াগাতি থানার চরকান্দিপাড়া গ্রামে দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে ও দু’পায়ের রগ কেটে হত্যা করেছে। নিহতের নাম- আনিস শেখ। তিনি চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেন ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওসিকার শেখ নামে একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে আনিস শেখ বাড়ি থেকে ঘুরতে বের হয়। এরপর একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও দু’পায়ের রগ কেটে দেয়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আনিস শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়।
নড়াগাতি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,হত্যাকান্ডে সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার (১ জুন) ভোরে একজনকে আটক করা হয়েছে।