বিজয়নগরে নিখোঁজ নারী প্রার্থীকে পাওয়া গেলো ঢাকায়
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকালে ঢাকার কাঁচপুর এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।
বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতিকে বিজয়নগর থানায় নিয়ে আসা হচ্ছে। কিভাবে কি হয়েছে সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছে এমন অভিযোগ করে বুধবার (২৯ মে) সকালে প্রার্থীর স্বামী মাসুদ খন্দকার বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
প্রার্থীর স্বামী বলে আসছিলেন, মঙ্গলবার (২৮ মে) দুপুরে দু’জন সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন প্রীতি। হরষপুরের ঋষি পাড়ার ভিতরে প্রীতি ভোটারদের সাথে ভিতরে কথা বলছিলেন। পরে প্রীতিকে না পেয়ে তারা বাড়িতে চলে যান। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা’সহ থানার ওসিকে বিষয়টি জানান। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টার পর জিডি করতে বলেন তাকে ।