সংবাদ শিরোনাম ::
হজ ভিসা অনুমোদনের সময় বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মে) সকালে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ আহ্বান করেন।
প্রধানমন্ত্রী বলেন, সৌদি সরকারের উচিত হজ যাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়ানো, যেন পবিত্র হজ পালন করতে পারেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, যেসব হজযাত্রী এখনো ভিসা পাননি তাদের ভিসা প্রদানের উদ্যোগ নিচ্ছেন তিনি।
বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য আরেকটি চালান প্রস্তুত করছে। যুক্তরাষ্ট্র এবং তার কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের সাথে রয়েছে।