অর্থ আত্মসাত মামলায় ড. ইউনূসের জামিন
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে মামলায় জামিন পেয়েছেন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ আসামি।
বৃহস্পতিবার (দোসরা মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এর আগে এদিন সকালে ড. ইউনূস পূর্বশর্তে জামিনের আবেদন করেন এবং শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টার দিকে ড. ইউনূসসহ মামলার অন্য আসামিরা আদালতে হাজির হন।
গত ২ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। ওইদিন মামলাটি বিচারের জন্য বদলি করা হয় বিশেষ জজ আদালত-৪ এ।
২০২৩ সালের ৩০শে মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।
২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলায় আসামি ১৩ জন থাকলেও চার্জশিটে নতুন একজন আসামির নাম যুক্ত হয়।
মামলার আসামিরা হলো- গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস,পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক পারভীন মাহমুদ,পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, প্রতিনিধি মো. মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।