সান্তাহারে মহান মে দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল সাড়ে ৯টার সময় আদমদীঘি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সকাল সাড়ে ৯টার সময় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মালগুদাম এলাকায় ইউনিয়নের কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির বাদশা, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, সহ-সভাপতি এলাহি,সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, কোষাধ্যক্ষ আসলাম হোসেন, সদস্য মুক্তার হোসেন,শহিদুল ইসলাম, নাহিদ হোসেন, জাহিদ হোসেনস প্রমুখ।