দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস, তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- সংবাদ প্রকাশের সময় : ০২:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
কয়েকদিন থেকে সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ জনজীবন। আবহওয়াবীদরা জানিয়েছেন, বৃষ্টি ছাড়া এই পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে না। তবে তীব্র গরমে আরও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। বুধবার (২৪ এপ্রিল) থেকে তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে। এমনটাই জানানো হয়েছে আবহওায়ার পূর্বাবাসে।
আবহওায়ার পূর্বাবাসে বলা হয়, বুধবার (২৪ এপ্রিল) থেকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে তাপপ্রবাহ কমার কোন সম্ভাবনা নেই। তবে কিছুটা কমবেশি হতে পারে। কালবৈশাখী ঝড় হলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে।
পূর্বাবাসে আরও বলা হয়, খুলনা, রাজশাহী, বাগেরহাট,কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও যশোরের ওপর দিয়ে বয়ে যাবে তীব্র তাপপ্রবাহ। রংপুর,ঢাকা, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙ্গামাটির ওপর দিয়ে বয়ে যাবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হলেও তাপ কমার কোনো সম্ভাবনা নেই।