ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, ১৯ দিনে এলো ১২৮ কোটি ডলার

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে ১২৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গড়ে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছে ছয় কোটি ৭৪ লাখ ডলার। প্রতিবছর ঈদ উপলক্ষে বাড়তি আয় আসার প্রবণতা লক্ষ করা গেলেও এ বছর তেমনটা লক্ষ্য করা যায়নি।

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ১২৮ কোটি ১৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এরমধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৮১ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ডলার রেমিট্যান্স। বিশেষায়িত একটি ব্যাংক সাত কোটি ৯০ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলো ৩৯ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে ২০২৩ সালের মার্চ মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিলো ১২২ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার দেশে এসেছিলো। গত ২০২২-২৩ অর্থবছরে দুই হাজার ১৬১ কোটি সাত লাখ ডলারের প্রবাসী আয় আসে। ২০২১-২২ অর্থবছরে আয় আসে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। যা এখন পর্যন্ত এক অর্থবছরে আসা সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, ১৯ দিনে এলো ১২৮ কোটি ডলার

সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে ১২৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গড়ে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছে ছয় কোটি ৭৪ লাখ ডলার। প্রতিবছর ঈদ উপলক্ষে বাড়তি আয় আসার প্রবণতা লক্ষ করা গেলেও এ বছর তেমনটা লক্ষ্য করা যায়নি।

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ১২৮ কোটি ১৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এরমধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৮১ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ডলার রেমিট্যান্স। বিশেষায়িত একটি ব্যাংক সাত কোটি ৯০ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলো ৩৯ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে ২০২৩ সালের মার্চ মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিলো ১২২ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার দেশে এসেছিলো। গত ২০২২-২৩ অর্থবছরে দুই হাজার ১৬১ কোটি সাত লাখ ডলারের প্রবাসী আয় আসে। ২০২১-২২ অর্থবছরে আয় আসে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। যা এখন পর্যন্ত এক অর্থবছরে আসা সর্বোচ্চ।