সংবাদ শিরোনাম ::
কমেছে খোলা সয়াবিন তেলের দাম, বেড়েছে বোতলজাত তেলে
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারে দুই টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের নতুন দর নির্ধারণের বিষয়ের এই তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
এর ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত তেল ১৬৩ টাকার পরিবর্তে ১৬৭ টাকায় কিনতে হবে। অর্থাৎ ৫ লিটার বোতলজাত তেলের দাম ৮০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮১৮ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে কমে ১৪৭ টাকা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় মিল মালিকেরা। তবে, সয়াবিন তেলের দাম বাড়ার সুযোগ নেই বলে জানিয়েছিলেন আহসানুল ইসলাম টিটু। এর দুই দিনের মাথায় নতুন সিদ্ধান্ত নেওয়া হলো।