সংবাদ শিরোনাম ::
দাম বাড়লো সয়াবিন তেলের
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
দেশের বাজারে আরেক দফা বাড়লো সয়াবিন তেলের দাম। এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে গুনতে হবে ১৭৩ টাকা। অর্থাৎ লিটার প্রতি বেড়েছে ১০ টাকা। এর ফলে পাঁচ লিটারের সয়াবিন তেল কিনতে হবে ৮৪৫ টাকায়।
সোমবার (১৫ এপ্রিল) নতুন এই দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর। এর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিলো ১৬৩ টাকা।
এদিকে মঙ্গলবার (১৬ এপ্রিল) বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের বাজারে পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য বিকল্প দেশ থেকে পণ্য আমদানি করে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, টিসিবির পণ্যকে দোকানের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এছাড়া, টিসিবি কার্ড পাওয়া ব্যক্তিদের তালিকা হালনাগাদ করা হবে।