সংবাদ শিরোনাম ::
‘দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই’
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই। অর্থনীতি এখন আগের চেয়ে অনেক ভালো। বিদেশি সংস্থাগুলোও বাংলাদেশের প্রশংসা করছে।
রোববার (৩১ মার্চ) অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ প্রতিনিধিদলের সাথে সচিবালয়ে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, বলা হয়েছিল বাংলাদেশ শ্রীলংকা হবে। কিন্তু তা হয়নি। আলোচনায়, অর্থনৈতিক সাংবাদিকরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাত সুরক্ষায় পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি।
ব্যাংক খাতের জন্য কমিশন এবং আর্থিক খাতের শৃংখলা ফিরিয়ে আনতে রোডম্যাপ তৈরীর পরামর্শ দেয়া হয় আলোচনায়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মনে করেন, দেশের অর্থনীতি এখন আগের চেয়ে ভালো অবস্থায়। ক্রমেই ভাল অবস্থার দিকে যাচ্ছে দেশের অর্থনীতি।