গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
গাজীপুরের কাপাসিয়ার নামিলা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেে। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে এ ঘটনা। নিহত চোরদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে চান মিয়ার বাড়িতে একদল চোর গরু চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে। এ সময় চান মিয়া চুরির বিষয়টি টের পেয়ে এলাকাবাসীকে জড়ো করে। স্থানীয়রা একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরেকজনকে ধাওয়া দিলে সে পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামে ধানক্ষেতের আড়ালে লুকায়। এ সময় উত্তেজিত জনতা তাকে ধানক্ষেতের আড়াল থেকে খুঁজে বের করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, গনপিটুনিতে দুই গরু চোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গেপাঠানো হয়েছে।