পাহাড়ে বাড়ছে অপহরণ, বাড়ছে আতঙ্ক
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সবজিক্ষেতে কাজ করার সশয় চার কিশোরসহ ৭ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকেলে পাঁচজন এবং মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং খারাংখালি কম্বনিয়া পাড়া পাহাড়ে দুজনকে অপহরণ করা হয়। এ নিয়ে গত ২৭ দিনে মোট ২৭ জন অপহরণের শিকার হলেন।
অপহৃতরা হলো- মোহাম্মদ নুর (১৫),অলী আহমেদ (৩০), শাকিল মিয়া (১৫), মো. জুনায়েদ (১৩), মো. সাইফুল (১৪), মো. ফরিদ (২৫) ও সোনা মিয়া (২৪।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো অপহৃতরা বুধবার (২৭ মার্চ) বিকেলে সবজিক্ষেত কাজ করার সময় পাঁচ শ্রমিককে অপহরণ করা হয়। তাদের মুক্তিতে মুক্তিপণ দাবি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মোহাম্মদ নুর গরু চড়াতে গেলে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে ও অলী আহমেদকে অপহরন করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, দিনের পর দিন এভাবে পাহাড়ে অপহরণের ঘটনা বাড়ছে। এতে কৃষক, শ্রমিকসহ পাহাড়ে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি এর সত্যতা নিশ্চিতক করে বলেন, অপহরণের খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
এর আগে ২১ মার্চ পাঁচ শ্রমিক অপহরণের শিকার হয়েছিলেন। পরে মুক্তিপণ দিয়ে চারজন ছাড়া পান। তার আগে ৯ মার্চ মাদরাসা থেকে ফেরার পথে ৬ বছরের এক ছাত্রকে অপহরণ করা হয়।