লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সাথে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের এমপি গোলাম ফারুক পিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, সামছুল ইসলাম, সালেহ উদ্দিন আহমেদ ভূঁইয়া প্রমুখ।
আলোচনা শুরু পূর্বে ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিন নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।