সংবাদ শিরোনাম ::
‘এক-এগারোর কুশীলবরা সুযোগ পেলেই ছোবল মারবে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এক-এগারোর কুশীলবরা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা ছোবল মারবে। এজন্য সতর্ক থাকতে হবে।
বুধবার (২০ মার্চ) প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া মুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের আন্দোলনের কারণেই। ১/১১ এর কুশীলবরা নির্বাচনের আগে সক্রিয় হয়েছিল। কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতায় তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে।
হাছান মাহমুদ আরও বলেন, বাংলাদেশের ওপর বিভিন্ন সময়ে দৃষ্টি পড়ে শকুনের, আর সেইসব কুশীলবরাই শকুনদের আহ্বান জানায়।