আন্দোলনের মুখে ৪ বিচারককে প্রত্যাহার
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে প্রত্যাহার করা হয়েছে ৪ বিচারককে। নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের অপসারণের দাবিতে রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে আদালত ঘেরাও ও মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ছয় ঘণ্টা আন্দোলন চলার পর রাত ৮টায় ওই চার বিচারককে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত হলে কর্মসূচি তুলে নেন ছাত্ররা।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, বিচারকদের বিষয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে একটু সময়ের প্রয়োজন। তারপরও আইন মন্ত্রণালয়ের পর প্রধান বিচারপতিরও অনুমোদন প্রয়োজন হয়। ওই চার বিচারককে প্রত্যাহার করা হচ্ছে। কাল (সোমবার) থেকে তারা আর বিচারকাজ করতে পারবেন না।
আন্দোলনকারীরা জানান, পঞ্চগড় আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী আগস্টের পরেও আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করে আসছে। তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় সমন্বয়কদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তারা।
তারা জানান, তাদের অপসারণের দাবিতে গত ২২ জানুয়ারি বিক্ষোভ করে ছাত্র-জনতা। ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয় ওই দিন। নির্ধারিত সময়ের মধ্যে তাদের অপসারণ না করায় রবিবার দুপুর থেকে আদালত চত্বরে জড়ো হয়ে আদালত ঘেরাও ও মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এদিন শুরুতেই আদালতের প্রত্যেক ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।