বিপিএল বিতর্কের ‘নিউজ’ করতে না করলেন আশরাফুল

- সংবাদ প্রকাশের সময় : ০১:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
চলতি বিপিএল অঅসরে বারবার সংবাদের শিরোনাম হচ্ছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি বিতর্কিত। অথচ বিপিএলে এমন ‘হট টপিক’ নিয়ে সংবাদ করতে নিষেধ করছেন মোহাম্মদ আশরাফুল।
বিপিএল মাঠে গড়ানোর পর পারিশ্রমিক বুঝিয়ে না দেয়া, বারবার চেক বাউন্স, হোটেল বিল ঠিকঠাক পরিশোধ না করাসহ বিভিন্ন ঘটনা নিয়ে শিরোনাম হচ্ছে দুর্বার রাজশাহী। দু
র্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানের বিরুদ্ধে যখন অভিযোগের পাহাড়, ক্রিকেটাররাও চুপ করে বসে থাকেননি। অনুশীলন বাতিলের ঘটনা তো রয়েছেই, রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচই বয়কট করেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন পারিশ্রমিক-বিতর্কের প্রসঙ্গ এল, আশরাফুল উল্টো গণমাধ্যমকে পরামর্শ দিয়েছেন।
রংপুরের সহকারী কোচ বলেন, বিপিএলের ১১তম আসরে এসে এটা অবশ্যই হতাশাজনক। তবে আমি গণমাধ্যমকে বলব, এই সংবাদগুলো আপনারা একটু কম করলে ভালো হয়। জানি আপনারা সংবাদ করলে অনেকে পারিশ্রমিক পায়। তবে আমার মতে এগুলো না করলেই ভালো।
দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়ার বিষয়টি জানা যায় রোববার। ক্রিকেটাররা হোটেল ওয়েস্টিন ছেড়ে দিয়েছেন। রংপুর বিপক্ষে মিরপুরে রাজশাহীকে খেলতে হয়েছে বিদেশি ছাড়াই।
আশরাফুল বলেন, শুনেছিলাম তাদের (রাজশাহীর) বিদেশিরা হয়তো আসবে না। যেহেতু তারা বোর্ডের কাছে আবেদন করেছে, আমরা স্বাভাবিকভাবেই দেখেছি। আমার কাছে মনে হয়েছে, তাদের বিদেশিদের চেয়ে দেশিরাই ভালো ছিল।
ফ্র্যাঞ্চাইজি লিগে বিদেশি ক্রিকেটারদের অধিনায়ক করার ঘটনা নতুন কিছু নয়। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন থিসারা পেরেরা। যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন চার বছর আগে। এছাড়া মিগুয়েল কামিন্স, চাতুরাঙ্গা ডি সিলভার মতো তুলনামূলক কম মানসম্পন্ন ক্রিকেটাররাও খেলেছেন এবার। আশরাফুলের মতে এবার মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার বেশি একটা পায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।