কুয়াশার দাপট বাড়বে, থাকবে শৈত্যপ্রবাহও
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ৮ ডিগ্রির ঘরে। এ অবস্থায় আগামী দুই দিন কুয়াশার দাপট বাড়তে পারে। সেই সাথে দেশের ৭ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসহ রাজশাহীর বাঘাবাড়ি অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
তিনি জানান, সোমবার (২৭ জানুয়ারি) শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে মঙ্গল ও বুধবার (২৮-২৯ জানুয়ারি) একই সময় পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এদিকে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি একই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বাদলগাছীতে। এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের প্রথম দিকে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।