তরুণদের রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন যারা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
তরুণদের নতুন রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। দলীয় গঠনতন্ত্র, কারা আসছেন নেতৃত্বে- এ নিয়ে চলছে জোর প্রস্তুতি। জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায়, দল ঘোষণার একদম শেষ মুহূর্তে চূড়ান্ত করা হবে গঠনতন্ত্র। দলের শীর্ষ নেতৃত্বে কে বা কারা থাকবেন তাও চূড়ান্ত হবে শেষ পর্যায়ে। তবে শীর্ষ নেতৃত্বের শর্টলিস্টে রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের ১১ পরিচিত মুখ।
সূত্রমতে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের এক দফা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তারুণ্যনির্ভর রাজনৈতিক দল গঠনে কাজ করছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই প্রজন্মের তরুণরা। আগামী ফেব্রুয়ারির মাসের ১০ থেকে ২০ তারিখের মধ্যে যে কোনো দিন ঘোষণা করা হবে নতুন দলটির নাম। সেই সাথে আহবায়ক কমিটিও ঘোষণা করা হবে।
কমিটির শর্টলিস্টে রয়েছেন-অন্তর্বর্তীকালীন সরকারে থাকা তিন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
এছাড়াও রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল ও মুখপাত্র উমামা ফাতেমা।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ সংবাদমাধ্যমকে জানান, এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা চলছে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টাকে নিয়ে। তাদের নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দল ঘোষণার আগ পর্যন্ত তাদের নিয়ে আলাপ-আলোচনা চলবে। দল এবং অন্তর্বর্তী সরকার উভয় পক্ষের সুবিধা বিবেচনা করে যে কোনো একজন কিংবা দুজন সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে এসে যোগ দেবেন।
প্ল্যাটফরম দুটির নেতারা আরও জানান, দলে যোগদান এবং নেতৃত্ব গ্রহণের বিষয়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম।
গঠনতন্ত্রের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন সংবাদমাধ্যমকে বলেন, তৃণমূল থেকেও যোগ্যতার বলে একজন ব্যক্তি যাতে শীর্ষ নেতৃত্বে উঠে আসতে পারেন, এমন একটি সাংগঠনিক কাঠামো নির্মাণ করতে চাই আমরা। জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোর মতোই দেশের মানুষ যেন নতুন দলের গঠনতন্ত্রকেও নিজেদের বলে গ্রহণ ও ধারণ করতে পারে- এ বিষয়গুলো নিশ্চিত করতে আমরা কাজ করছি।