বাগেরহাটে তাজা গুলি উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপাল উপজেলায় প্রভাব বিস্তার এর লক্ষে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান এর নেতৃত্বে (১৭ জানুয়ারী) শুক্রবার রাতে একদল দুষ্কৃতিকারী বাঁশতলী ইউনিয়ন এর কালীগঞ্জ বাজারে ঘোরাঘুরি করতে থাকলে তাদের প্রতিরোধে এলাকাবাসী এগিয়ে আসে।
এসময়ে আবু সাইদ ও তার সঙ্গীরা ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে রামপাল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ আবু সাইদের মালিকানাধীন রাইস মিল সার্চ করে ২৫ রাউন্ড ১২ বোর শট গানের গুলি এবং ১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে। এ সময়ে আবু সাইদ পালিয়ে গেলেও তার ছেলে মতলেব হোসেন শিহাব, সহযোগী ইকরামুল হক রাজীবকে আটক করে।
পরবর্তীতে আসামি গ্রেফতার, মামলা দায়ের সহ আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এসময়ে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ এর মিডিয়া সেল এর প্রধান সমন্বয়ক ডি আই ও ওয়ান কাজী শাহিদুজ্জামান।