ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিনোদপুর সীমান্তে ভারতীয়দের হমলায় দুই বাংলাদেশি আহত

ফেরদৌস সিহানুক (শান্ত). চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর সীমান্তে গাছের ডাল ও জমিরগম কাটা কে কেন্দ্র করে বাংলাদেশী নাগরিকদের ওপর হামলা চালায় ভারতীয় নাগরিকেরা। হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।এই ঘটনায় বি এসএফের বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্তের বিনোদপুরে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি, কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক এবং বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার যুবক মেসবাহুল হক।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাছকাটা নিয়ে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়।

স্থানীয়দের দাবি, ভারতীয় জনগণ ও বিএসএফ সীমান্তে তাণ্ডব চালিয়েছে। ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। তারা গাছপালা ও ফসলের ক্ষতি করছে। বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালায় ও বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। গত ৫ জানুয়ারি বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন শুরু করে।

বাধার মুখে কাজ বন্ধ রাখার পর আবারও ৭ জানুয়ারি মাটি খনন করে। এ ব্যাপারে বিজিবি তাৎক্ষণিক বাধা দিলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে। পরে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়।

ওই সময় ৫৯ বিজিবির অধিনায়ক ও রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। বিজিবি তাৎক্ষণিক বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক করে। বৈঠক-পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিয়ে নির্মাণকাজ বন্ধ রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিনোদপুর সীমান্তে ভারতীয়দের হমলায় দুই বাংলাদেশি আহত

সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর সীমান্তে গাছের ডাল ও জমিরগম কাটা কে কেন্দ্র করে বাংলাদেশী নাগরিকদের ওপর হামলা চালায় ভারতীয় নাগরিকেরা। হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।এই ঘটনায় বি এসএফের বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্তের বিনোদপুরে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি, কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক এবং বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার যুবক মেসবাহুল হক।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাছকাটা নিয়ে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়।

স্থানীয়দের দাবি, ভারতীয় জনগণ ও বিএসএফ সীমান্তে তাণ্ডব চালিয়েছে। ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। তারা গাছপালা ও ফসলের ক্ষতি করছে। বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালায় ও বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। গত ৫ জানুয়ারি বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন শুরু করে।

বাধার মুখে কাজ বন্ধ রাখার পর আবারও ৭ জানুয়ারি মাটি খনন করে। এ ব্যাপারে বিজিবি তাৎক্ষণিক বাধা দিলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে। পরে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়।

ওই সময় ৫৯ বিজিবির অধিনায়ক ও রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। বিজিবি তাৎক্ষণিক বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক করে। বৈঠক-পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিয়ে নির্মাণকাজ বন্ধ রাখে।