প্লাস্টিকের বস্তা ব্যবহারে জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে
প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরআরএসআর রাইস মিলস (প্রাঃলিঃ)কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)বিকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান,ধান, চাল,আটা,ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর সহায়তায় মহিমাগঞ্জে রাইস মিলগুলোতে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগে ভ্রম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় আরআরএসআর রাইস মিল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ২মিলকে সতর্ক করা হয়।