বাঘারপাড়ায় ইটভাটা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
যশোরের বাঘারপাড়ায় আল আমিন(৩০) নামে ইটভাটা শ্রমিককে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত আল-আমিন বাঘারপাড়া উপজেলার সিটি ওয়ান ইটভাটার কর্মচারী এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাইরডাঙ্গা গ্রামের সোহরাব সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে তুচ্ছ ঘটনায় ভাটা শ্রমিক একলাস, বিল্লাল ও বাদশা আল আমিনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ওই তিনজন এলোপাথাড়ি ছুরিঘাত করে। ঠেকাতে আসলে আলামিনের বাবা বাদশা মিয়া সুরিকাঘাত করে কতৃপক্ষরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন ডাক্তার। ঢাকায় নেওয়ার পথে আলামিনের মৃত্যু ঘটে।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুইটি খাতুন বলেন, আলামিনের শরীরের পেটে বুকে পিঠে এলোপাথাড়ি সুরিকা আঘাত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। পরে নিহতের লাচ যশোর জেনারেল হাসপাতাল মরগে আনা হয়েছে।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে। ঘটনার সাথে জড়িত একলাস,বিল্লাল ও বাদশাকে আটক করা হয়েছে।