বাগেরহাটে চিংড়ি চাষ শীর্ষক কর্মশালা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
বাগেরহাটে ৩দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা উদ্ভোধন করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে চিংড়ি গবেশনা গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে ৩ দিনব্যাপী প্রশিক্ষনের উদ্ভোধন করেন চিংড়িগবেশনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
এসময় চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন, নার্সারীকরণ, ঘের নির্বাচন, অবকাঠামো উন্নয়ন ও প্রস্তুত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চিংড়ি গবেশনা কেন্দ্রের উপ-পরিচালক শামসু নাহার, চিংড়ির খাদ্য উপকরণ ও পুষ্টির গুণ বিষয়ে তুলে ধরেন চিংড়ি গবেশনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানি কর্মকর্তা ড. তায়েফাআহমেদ।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিংড়ি গবেশনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ,এস,এম তানবিরুল হক। ৩দিনব্যাপী এ কর্মশালায় জেলার ২৫জন চিংড়ি চাষী ও সাংবাদিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।
কর্মশালা থেকে জানানো হয়, বর্তমানে এই চিংড়ি খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক গবেষণা চলমান রয়েছে। চিংড়ি গবেষণা কেন্দ্রের গবেষণাকে শুধু চিংড়ির উপর সীমাবদ্ধ রাখা যাবে না। চিংড়ির পাশাপাশি অন্যান্য মাছের উপরও গবেষণা করতে হবে। এ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি ও রোগ নির্নয়ের উপর কাজ করছে।