ডোমারে এক নারীর মৃত্যু নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
নীলফামারী’র ডোমার উপজেলার পাঙ্গা ইউনিয়নের ফরেস্টে আকাশমনি গাছের ডালে ঝুলে থাকা এক নারীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নারী’র রহস্যময় মৃত্যু নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।এটি হত্যা-না-আত্বহত্যা।সত্য ঘটনা উদঘটিনে মাঠে নেমেছে পুলিশ।
শনিবার (২১ডিসেম্বর)রাতে ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানায় .এ মৃত্যু নারী’র দুই সন্তানের জননী দিশামনি (২৫) উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে।পাশ্ববর্তী ডমলা উপজেলার সদর ইউনিয়নের ঠুটারডাঙ্গা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
মৃত্যুব রনকারী নারী’র বাবা দুলু মিয়া জানান, আমার মেয়ে দিশামনি’র ৬ বছর আগে বিয়ে হয়। গেল এক বছর ধরে সে মানসিক রোগে ভুগছে।উন্নত চিকিৎসার জন্য দিশমনিকে আমার বাড়ীতে নিয় আসি।শুক্রবার রাতে খাবার খেয়ে সবার ঘুমিয়ে পরি।পরদিন সকালে ঘুম থেকে উঠে শোয়ান ঘরে নেই দিশামনি। কিছখন পর লোকমুখে শুনি দিশামনি ফফরেষ্টের একটি গাছের ডালে ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে।ছুটে গিয়ে দেখি ঘটনা সত্য।পুলিশে খবর দিলে পুলিশ এসে গাছ থেকে মরাদেহ উদ্ধার করে ডোমার থানায় নিয়ে যায়।তবে তার মেয়ে আত্বহত্যা করেছে না-কি কেউ হত্যা করেছে কিছুই বলতে পাচ্ছেনা।এ রহস্যময় মৃত্যু’র সুষ্ঠু তদন্ত চান তিনি।
ডোমার থানা পুলিশের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, ঘটনা স্থল থেকে মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফমারী জেনারেল হানসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সত্য ঘটনা উদঘাটনে আমরা এলাকায় অনুসন্ধান চালাচ্ছি।