সাংবাদিক সমন্বয় পরিষদ’র সভাপতি সভাপতি অপু, সম্পাদক অলিউল
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশালের-২০২৫ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশাল সমাচার পত্রিকার কে.এম তারেকুল আলম ও সহ-সভাপতি শাহনামা পত্রিকার আলী হোসেন এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সত্য সংবাদ পত্রিকার মোঃ অলিউল ইসলাম।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সদর রোডস্থ ঐশি প্লাজায় পরিষদের হল রুমে নির্বাচন কমিশনার মোঃ খলিলুর রহমান তালুকদার এ ফলাফল ঘোষনা করেন। নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, ঘোষিত তফসিল অনুযায়ী সংগঠনের কার্যকরি কমিটির ১৫টি পদের ফর্ম বিক্রয় হয়। শনিবার ১৪ ডিসেম্বর ১৫টি পদের ১৫টি ফর্ম জমা পরে। যাচাই বাছাই শেষে ১৫টি মনোনয়ন ফর্ম বৈধ হয়। মঙ্গবার ১৬ ডিসেম্বর নির্ধারিত সময়ে কোন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার না করায় শনিবার (২১ ডিসেম্বর) তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করা হয়।
কার্যকরী কমিটিতে অন্য পদে যারা নির্বাচিত হয়েছে, যুগ্ন সম্পাদক বরিশালের কথা পত্রিকার মোঃ নাসিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মতবাদ পত্রিকার খান রাসেল,অর্থ সম্পাদক ঢাকা প্রতিদিন পত্রিকার মাহফুজ ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক বরিশালের কথা পত্রিকার মোঃ আল-আমিন ,ক্রীড়া সম্পাদক তারুণ্যের বার্তা পত্রিকার আরিফুর রহমান তালুকদার , সাহিত্য ও প্রচার সম্পাদক দক্ষিণের প্রতিবেদন পত্রিকার সুমাইয়া জিসান, নির্বাহী সদস্য অরুন কুমার বিশ্বাস, মোঃ সাইদুর রহমান মাসুদ, মোঃ শাহ্ জালাল , মনবীর আলম খান , মোঃ মামুন অর রশিদ, এইচ.এম আসলাম।