জাতীয়তাবাদী কৃষক দলের বঘারপাড়ায় পৃথক ব্যতিক্রমধর্মী সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে যশোরের বাঘারপাড়ার দুইটি ইউনিয়নে ব্যতিক্রমধর্মী দুইটি স্থানে কৃষক সমাবেশ করা হয়েছে।
শনিবার বিকেলে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন ও বন্দবিলা ইউনিয়নে এই সমাবেশদুটি করা হয়।
সমাবেশদুটিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিশেবে এই সমাবেশদুটি করা হয়েছে।
বিকেল তিনটায় জহুরপুর ইউনিয়নের খুদড়া কুচাগাড়ে ছোটমাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জহুরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোল্যা মোঃ রেজাউল ইসলাম।
এরপর বিকেল চারটায় বন্দবিলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ হারুন অর রশিদ সভাপতিত্ব করেন বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর শান্তিরমোড় মাঠে। কোনরকম মঞ্চ চেয়ার-টেবিল ছাড়াই ফাঁকা ফসলের মাঠে কৃষক কিষানীরা উপস্থিত ছিলেন।
কৃষকরা স্বতস্ফুতভাবে সমাবেশ দুটিতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, বিগত ১৬ বছরে দেশের কৃষক সমাজ বঞ্চিত হয়েছেন। সার, কীটনাশকের মূল্য আকাশছোঁয়া ছিল। অনেক কৃষিপণ্য আমদানি করতে হয়েছে। আগামিতে বিএনপি সরকার গঠন করলে সবুজ বিপ্লবের জন্য খাল সংস্কার ও নতুন করে খাল কাটা হবে। বীজ সংকট নিরসনে উন্নতমানের হিমাগার তৈরি করা হবে। কৃষকদের ফ্যামিলি কার্ড করা হবে। কৃষির উন্নয়নে উন্নতমানের বীজের সরবরাহ, সার, কীটনাশকের দাম ক্রয়সীমার মধ্যে রাখা হবে।
উভয় সমাবেশে অন্যদের মধ্যে বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, জেলা কৃষক দলের সভাপতি উপাধ্যক্ষ মকবুল হোসেন, কৃষকদল নেতা রবিউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।