সাবেক মন্ত্রী-এমপির সাথে বিস্ফোরক মামলায় আসামি গোলাপ মিয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৩৫৯ বার পড়া হয়েছে
কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন চলাকালে হামলার অভিযোগে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,সাবেক এমপি শফিউল আলম নাদেল চৌধুরীসহ ৯০ জনের সাথে মামলায় আসামি হলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য গোলাপ মিয়া। এ মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে গোলাপ মিয়াকে ৬১ নম্বর আসামী করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের তোফখানা দক্ষিণ তালতলা সুরমা বেলী ১৩৬ এর বাসিন্দা সিদ্দেক মিয়ার ছেলে রাশেদ আহমদ গত ৪ ডিসেম্বর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক মামলাটি রেকর্ডের বিষয় নিশ্চিত করে বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় এ মামলা রুজু করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিলেট নগরের মিরবক্সটুলায় খায়রুন ভবনের সামনের সড়কে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঝাপিয়ে পড়ে। তারা অবৈধ আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান রামদা ছিটা, গুলি চাইনিজ কুড়াল ককটেল পেট্রোল বোমা সাউন্ড গ্রেনেডসহ মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।
আন্দোলনকারীদের মারধর করে ককটেল বোমা, সাউন্ড গ্রেনেড, পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বাদী পেশাগত কাজ শেষে যাওয়ার পথে হামলার শিকার হন। গুরুতর জখম অবস্থায় বাদীকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসাধীন থাকার কারণে মামলা দায়েরে দেরি হয়েছে বলে জানান মামলার বাদী মোঃ রাশেদ আহমদ।