মান্দায় অবৈধভাবে বালু উত্তলন, সাংবাদিক লাঞ্চিত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবেদন তৈরীর সময় সাংবাদিককে বাধা দেন শাহাদত আলী।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলম, মোহনা টিভি, প্রতিনিধি হাবিবুর রহমান, চ্যানেল ২১ ও গণকণ্ঠ প্রতিনিধি মির্জা তুষার আহমেদ, ঘটনাস্থলে গেলে অকাট্ট ভাষায় গালিগালাজ করে ও হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বালু উত্তোলনকারী আর বলে, আপনার এখানে কার অনুমতি নিয়ে এসেছেন, আর এখানে আপনারা কেন আসবেন সেই সাহস কে দিয়েছে আপনাদের। আমি বালু উত্তোলন করব দেখি কে বাধা দেই আর কেউ বাধা দিতে আসলে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না।
পরে বিষয়টি মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়াকে জানালে, তিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য নির্দেশ দেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা অভিযান চালান।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে শাহাদত আলীকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় অতিরিক্ত ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।