পাবনায় বেশি দামে সার বিক্রয় করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে মেসার্স বিশ্বাসনাথ এ্যান্ড সন্স ও ভাই ভাই কৃষি ঘর এই দুই ব্যবসায়ীকে বেশি দামে সার বিক্রয় ও মেমো না দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অপরাধে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি এই জরিমানা করেন।
উপসহকারি কৃষি কর্মকর্তার অভিযোগে বুধবার ৪ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ বলেন রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এদিন অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযোগের পরিপেক্ষিতে কৃষকের কাছ থেকে সারের দান বেশি নেয়া এবং মেমো প্রদান না করার অপরাধে একদন্ত বাজারের মেসার্স বিশ্বাস নাথ এন্ড সন্স এর ব্যবসায়ী
প্রোপ্রাইটার গৌতম কুমার গুহকে ৩০ হাজার টাকা, এবং ভাই ভাই কৃষিঘর ব্যবসায়ী মো: হজরত আলীকে ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে জরিমানা আদায় করেন।
কৃষক আমিরুল, আব্দুল মালেক, সবুর,আব্দুল রাজ্জাক বলেন, অসাধু ব্যবসায়ীরা গোডাউনে সার মজুদ রেখে সংকট সৃষ্টি করছে। তবে সারের কোনো অভাব নেই। যে সকল ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে বেশি দামে সার বিক্রি করছে। তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করছেন তারা।
আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, এখন সারের কোন ঘাটতি নেই। এর পরও কোথাও কোথাও সংকটের অজুহাতে বেশি দামে সার বিক্রি করার অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।