সংবাদ শিরোনাম ::
চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
চাঁদপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ চলাচল স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল হতে সব লঞ্চ চলাচলের অনুমতি দেন চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান।
তিনি বলেন, সব লঞ্চ চলাচলের অনুমতি ভোর হতে দেয়া হয়েছে। এখন চাঁদপুর মুন্সিগঞ্জ, চাঁদপুর নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ছোট লঞ্চগুলোও চলাচল করছে। আর বরিশাল রুটের লঞ্চ চলাচল করতেও বাঁধা নেই। অর্থাৎ স্বাভাবিক সময়ের মতোই সব রুটের লঞ্চ চলাচল করছে।
যাত্রীরা বলছেন, লঞ্চ চলাচল সাময়িক বন্ধ থাকায় ঘাটে এসে কিছুটা বিপদে পড়েছিলাম। তবে এখন সব লঞ্চ চলাচল করায় ভালো লাগছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুর থেকে সব রুটের নৌ চলাচল বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ ছিলো। যদিও রেলপথ ও সড়ক পথের যাত্রীবাহি যান চলাচল স্বাভাবিক রয়েছে।