৮শ’ গ্রাম হেরোইনসহ নারী মাদককারবারী আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে
রাজশাহী গোদাগাড়ীর ডিমডাঙ্গা মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারী আটক করেছে র্যা ব-৫। রববিার (৩১ মার্চ) ভোরে র্যা ব-৫ এর একটি অপারেশন দল নারী মাদক কারবারীকে আটক করে। এসময় ৮০০ গ্রাম, প্যাকেজিং মেশিন-একটি, ডিজিটাল ওয়েট মেশিন একটি উদ্ধার করা হয় ।
আটক নারী মাদক কারবারী নামমোছাঃ মনোয়ারা বেগম (৫০)। সে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী।
র্যা ব-৫ প্রেস ব্রিফিংয়ে জানােনা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যা ব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডিমভাঙ্গা মাদারপুর গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ মুসা (২৬),মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।
বিষয়টি জানামাত্রই মোঃ মুসার বসত বাড়ীর চতুরদিক ঘেরাও করলে ২ জন ব্যক্তি বাড়ির ভিতর থেকে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী র্যা ব সদস্যের সহায়তায় একজন মহিলাকে হাতে নাতে বাড়ীর ভিতরে আটক করে এবং অপর একজন ব্যক্তি রাতের আধারে দৌড়ে পালিয়ে যায়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, পলাতক ২নং আসামী তার ছেলে হওয়ার সুবাদে তারা পরস্পর যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখল ও হেফাজতে রেখে কৌশলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবারহ করে আসছে । উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখে ঘটনা স্থলে অবস্থান করছিল।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।