সংবাদ শিরোনাম ::
১৮২ কোটি ৪০ লাখ টাকার তেল কিনবে সরকার
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার ৷ আর এই তেল কিনতে ক্রয় মূল্য ধরা হয়েছে ১৮২ কোটি ৪০ লাখ টাকা ৷
মঙ্গলবার (২১ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়৷
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেন৷
এ সময় তিনি বলেন, সরকার এক কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে তার আওতায় এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে৷ প্রতি লিটারের দাম পড়বে ১৫২.৪৫ টাকা। এর আগে মূল্য ছিল ১৫২.৯৮ টাকা৷ তেলের মোট মূল্য হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা৷
সুপারিশকৃত দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড৷ এটা স্থানীয়ভাবে ক্রয় করা হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।