সংবাদ শিরোনাম ::
হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ফিরোজায় ফিরেছেন তিনি।
১৩ মার্চ (বুধবার) রাতে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। এরপর সেখানে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরীক্ষা শেষে বৃহস্পতিবার বাসায় নিয়ে আসা হয়।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম শারিরীকভাবে কিছুটা সুস্থবোধ করায় বাসায় নিয়ে আসা হয়েছে তাকে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।
উল্লেখ্য, সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়। এরপর থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।