স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনার নামে দুদকের মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিনসহ ৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা করেছে।
বুধবার (১০ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। দু’দকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এই তত্য নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলো-স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ,জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিও সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সাবরিনা শারমিন, জেকেজি হেলথ কেয়ারের স্টাফ আ.স.ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু, তানজিনা পাটোয়ারী ও জেকেজি হেলথ কেয়ারের স্বত্ত্বাধিকারী জেবুন্নেসা রিমা।