ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘স্বাধীনতার ঘোষনা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে স্বাধীনতাবিরোধীরা’

আবু-হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের মধ্যদিয়েই স্বাধীনতার ঘোষনা হয়েছে। দেশের কৃষ, শ্রমিক, ছাত্র-শিক্ষক, জনতা জাতির পিতার সেই ভাষনে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সভ্রমের ফসল হচ্ছে আজকের স্বাধীন বাংলাদেশ। কিন্তু ৭৫ এর ১৫ আগস্টের পর স্বাধীনতা বিরোধী ও স্বৈরশাসকরা দেশ পরিচালনা করার কারণে স্বাধীনতার ঘোষনা নিয়ে তারা নানাভাবে বিতর্ক সৃষ্টি করেছে।

শুক্রবার (৮ মার্চ) বিকিলে বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ এ কথ বলেন।

সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ আরো বলেন, জাতির পিতা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। তার আগেই ঘাতকরা জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। তবে, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন খান মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, সাউথখালী ইউপির চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, যুবলীগনেতা হাসানুজ্জামান জমাদ্দার, বাদশা আলমগীর আলম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘স্বাধীনতার ঘোষনা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে স্বাধীনতাবিরোধীরা’

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের মধ্যদিয়েই স্বাধীনতার ঘোষনা হয়েছে। দেশের কৃষ, শ্রমিক, ছাত্র-শিক্ষক, জনতা জাতির পিতার সেই ভাষনে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সভ্রমের ফসল হচ্ছে আজকের স্বাধীন বাংলাদেশ। কিন্তু ৭৫ এর ১৫ আগস্টের পর স্বাধীনতা বিরোধী ও স্বৈরশাসকরা দেশ পরিচালনা করার কারণে স্বাধীনতার ঘোষনা নিয়ে তারা নানাভাবে বিতর্ক সৃষ্টি করেছে।

শুক্রবার (৮ মার্চ) বিকিলে বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ এ কথ বলেন।

সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ আরো বলেন, জাতির পিতা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। তার আগেই ঘাতকরা জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। তবে, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন খান মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, সাউথখালী ইউপির চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, যুবলীগনেতা হাসানুজ্জামান জমাদ্দার, বাদশা আলমগীর আলম প্রমূখ।