সংবাদ শিরোনাম ::
স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৮৪ টাকা
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
দেশের বাজারে স্বর্ণের দাম কমলো আরেক দফা। এবার ভরিতে কমেছে এক হাজার ৮৪ টাকা। ফলে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি স্বর্ণের দাম দাঁড়ালো এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকায়।
বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই তথ্য জানিয়েছে। নতুন দাম কার্যকর হবে শুক্রবার (২৪ মে) থেকে।
নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১৩ হাজার ৮২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ৯২৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ১৩২ টাকা।
বাজুস বিজ্ঞপ্তিতে আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত নূন্যতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। সেই হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৩১ হাজার ৪৯২ টাকা।