স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে স্ত্রীর ওপর অভিমানে গলায় ফাঁস দিয়ে আবুল হোসেন (৪৫) নামের এক হাজী স্বামী আত্মহত্যা করেছেন। বাড়ির পাশে এক আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
রোববার (১৩ অক্টোবর) কোন এক সময়ে উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল আবুল হোসেন পেশায় কৃষক। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন অলামত না পেয়ে পরিবারকে লাশ দাফনের অনুমতি দেন। নিহত আবুল হোসেন উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি গত বছর সৌদি আরব গিয়ে হজ্ব পালন করেন।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে অকারণে প্রায় দিন স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ হতো আবুল হোসেনের। রোববার সকালে কোন এক অজানা বিষয়ে ঝগড়া হয়। পরে অভিমানে পরিবারের অজানতে বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন আবুল হোসেন।
এ ব্যাপারে তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান বাংলা টাইমসকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ সনাক্ত করে দাফনের দেয়া হয়েছে। তবে, বিষয়টি নিয়ে তানোর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।