ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন’র সাধারণ সভা

এলিসন সুঙ,মৌলভীবাজার
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘একা গড়ে না কেউ,গড়ে সকলে মিলে’ এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র ৫ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার (২২সেপ্টেম্বর) শ্রীমঙ্গল শহরস্থ ক্যাথলিক মিশনের পুরাতন নটরডেম জুনিয়র হাই স্কুলের কনফারেন্স হলরুমে দিনব্যাপী এ সম্মেলনেটি অনুষ্ঠিত হয়।

পরিচালনা পরিষদের মেয়াদকাল সমাপ্তি হওয়ায় গত মাসের ৪ আগষ্ট মৌলভীবাজার জেলা সমবায় অধিদপ্তরের অনুমোদন ক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করেন। তারা হলো- প্রধান নির্বাচন কমিশনের সভাপতি প্রহলাদ রায়,সদস্য সচিব বিনিময় হাজং, সদস্য ফানটিন সুঙ।পরে নির্বাচন কমিশনের মাধ্যমে তপশীল ঘোষণা করা হয়।

প্রথম অধিবেশন শুরুতে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন ফাদার রবার্ট নকরেক সিএসসি। সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডর ম্যানেজার ডমিনিক সরকার রনি সঞ্চালনায় নির্বাচন সভা পরিচালনা করেন নির্বাচন কমিশনের সভাপতি প্রহলাদ রায়,এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব বিনিময় হাজং, সদস্য ফানটিন সুঙ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত হলিক্রশ যাজকদের প্রভিন্সিয়াল ও ঢাকা নটরডেম কলেজের লেকচারার ড. ফাদার জজ কমল রোজারিও।

সেন্ট যোষেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পরিষদের জন্যে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি নির্বাচিত করে ঘোষণা করেন নির্বাচন কমিশন।

বাংলাদেশ সমবায় আইন অনুসারে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমবায়ের গঠনতন্ত্র মোতাবেক চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন ড. ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি, ভাইস চেয়ারম্যান ভিক্টর সুমের ,সেক্রেটারি যোয়াকিম তীর্কি,ট্রেজারার ফাদার রবার্ট নকরেক সিএসসি, ডিরেক্টর এনাসিউস পস্না, ডিরেক্টর রনাল্ড তংপেয়ার ,ডিরেক্টর রাজু কুজুর’সহ আরও দুই নারী ডিরেক্টর ।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, নবনির্বাচিত ক্রেডিট ইউনিয়নে পরিচালনা পরিষদ সদস্যদেরকে প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করে শুভেচ্ছা অভিনন্দন জানান।পরে প্রাক্তন পরিচালনা পরিষদের সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সরূপ লগো সংযুক্ত ক্রেজ উপহার প্রদান করেন অদ্যকার প্রধান অতিথি ।

নবনির্বাচিত পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি অভিমত প্রকাশ করে বলেন ক্রেডিট ইউনিয়ন এমন একটি প্রতিষ্ঠান যার মালিকানা শুধু সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন । শেয়ার ক্রয় মাধ্যমে সদস্যভুক্ত হতে হয় ও নিয়মিত শেয়ার -সঞ্চয় জমা করার মাধ্যমে ক্রেডিট ইউনিয়নের সুবিধাসমূহগুলো ভোগ করা যায়। সদস্য সদস্যাদের মধ্যে বাৎসরিক লভ্যাংশ বণ্টন করা হয় ও স্বল্প সুদে ঋণ বিতরণ করা হয়।ঋণদান মাধ্যমে যে মুনাফা পাওয়া যায়,সে মুনাফা দিয়ে ক্রেডিট ইউনিয়নের সকল সদস্যদের লভ্যাংশরূপে বণ্টন করা হয় এবং সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আরও অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান টমাস পঃডুয়েং ও সেক্রেটারি সামুয়েল হাজং।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন’র সাধারণ সভা

সংবাদ প্রকাশের সময় : ১২:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

‘একা গড়ে না কেউ,গড়ে সকলে মিলে’ এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র ৫ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার (২২সেপ্টেম্বর) শ্রীমঙ্গল শহরস্থ ক্যাথলিক মিশনের পুরাতন নটরডেম জুনিয়র হাই স্কুলের কনফারেন্স হলরুমে দিনব্যাপী এ সম্মেলনেটি অনুষ্ঠিত হয়।

পরিচালনা পরিষদের মেয়াদকাল সমাপ্তি হওয়ায় গত মাসের ৪ আগষ্ট মৌলভীবাজার জেলা সমবায় অধিদপ্তরের অনুমোদন ক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করেন। তারা হলো- প্রধান নির্বাচন কমিশনের সভাপতি প্রহলাদ রায়,সদস্য সচিব বিনিময় হাজং, সদস্য ফানটিন সুঙ।পরে নির্বাচন কমিশনের মাধ্যমে তপশীল ঘোষণা করা হয়।

প্রথম অধিবেশন শুরুতে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন ফাদার রবার্ট নকরেক সিএসসি। সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডর ম্যানেজার ডমিনিক সরকার রনি সঞ্চালনায় নির্বাচন সভা পরিচালনা করেন নির্বাচন কমিশনের সভাপতি প্রহলাদ রায়,এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব বিনিময় হাজং, সদস্য ফানটিন সুঙ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত হলিক্রশ যাজকদের প্রভিন্সিয়াল ও ঢাকা নটরডেম কলেজের লেকচারার ড. ফাদার জজ কমল রোজারিও।

সেন্ট যোষেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পরিষদের জন্যে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি নির্বাচিত করে ঘোষণা করেন নির্বাচন কমিশন।

বাংলাদেশ সমবায় আইন অনুসারে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমবায়ের গঠনতন্ত্র মোতাবেক চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন ড. ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি, ভাইস চেয়ারম্যান ভিক্টর সুমের ,সেক্রেটারি যোয়াকিম তীর্কি,ট্রেজারার ফাদার রবার্ট নকরেক সিএসসি, ডিরেক্টর এনাসিউস পস্না, ডিরেক্টর রনাল্ড তংপেয়ার ,ডিরেক্টর রাজু কুজুর’সহ আরও দুই নারী ডিরেক্টর ।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, নবনির্বাচিত ক্রেডিট ইউনিয়নে পরিচালনা পরিষদ সদস্যদেরকে প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করে শুভেচ্ছা অভিনন্দন জানান।পরে প্রাক্তন পরিচালনা পরিষদের সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সরূপ লগো সংযুক্ত ক্রেজ উপহার প্রদান করেন অদ্যকার প্রধান অতিথি ।

নবনির্বাচিত পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি অভিমত প্রকাশ করে বলেন ক্রেডিট ইউনিয়ন এমন একটি প্রতিষ্ঠান যার মালিকানা শুধু সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন । শেয়ার ক্রয় মাধ্যমে সদস্যভুক্ত হতে হয় ও নিয়মিত শেয়ার -সঞ্চয় জমা করার মাধ্যমে ক্রেডিট ইউনিয়নের সুবিধাসমূহগুলো ভোগ করা যায়। সদস্য সদস্যাদের মধ্যে বাৎসরিক লভ্যাংশ বণ্টন করা হয় ও স্বল্প সুদে ঋণ বিতরণ করা হয়।ঋণদান মাধ্যমে যে মুনাফা পাওয়া যায়,সে মুনাফা দিয়ে ক্রেডিট ইউনিয়নের সকল সদস্যদের লভ্যাংশরূপে বণ্টন করা হয় এবং সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আরও অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান টমাস পঃডুয়েং ও সেক্রেটারি সামুয়েল হাজং।