সিএনজির ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
সিএনজির ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম-শুভ। শুক্রবার (১২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি বলেন, ঘটনাটি জেনেছি। ওই সিএনজি চালককে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। মৃত শুভ রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র। তার বাড়ি রংপুর সদর উপজেলার লালচাঁদপুর গ্রামে। তিনি দিলীপ চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সহপাঠীরা জানান, শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন শুভ। তখন দিনাজপুর-রংপুর মহাসড়কে দ্রুতগতিতে চলা একটি সিএনজি ওই ভ্যানের পিছনে এসে ধাক্কা দেয়। সরাসরি তার গায়ে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুভ খুবই মেধাবী শিক্ষার্থী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে শুভ বড়।
শুভ রায়ের এই অনাকাঙ্খিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। তারা অবিলম্বে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।