সাবেক এমপি নাদিম মোস্তফার দাফন সম্পন্ন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী-৫ আসনের দুইবারের সাবেক এমপি এডভোকেট নাদিম মোস্তফা এর নামাজে জানাযা সোমবার (১ জুলাই) দুপুর ২টায় রাজশাহী মহানগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে তাঁকে হেতম খাঁ গোরস্থানে দাফন করা হয়। এর আগে পুঠিয়া, দূর্গাপুর ও বানেশ^রে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। ঐ সকল জানাযায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, এলাকাবাসী, আত্মীয়স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঈদগাহ মাঠে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
আরও উপস্থিত ছিলেন -বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম আলিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ।
উল্লেখ্য, এডভোকেট নাদিম মোস্তফা ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।