সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি আসাদুজ্জামান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ্রআসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারর করেছে র্যাব। রোববার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। রাজশাহী জেলা আওয়ামী লীগের ২ মেয়াদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
গ্রেপ্তার আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেও বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।