সান্তাহার স্টেশন মাস্টারের বিদায়ী সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমানকে চাকুরী থেকে অবসরে জনিত কারণে বিদায় সংর্বধনা প্রদান করা হয়েছে। রোববার (৩০ জুন) ছিলো তার শেষ কর্মদিবস।
সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সান্তাহার রেলওয়ে ফিসিং ক্লাব চত্ত্বরে সান্তাহার রেলওয়ে স্টেশনের সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও গুডস সহকারী কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংর্বধনার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের চীফ অপারেটিং সুপারিনটেরডেন্ট মোহাম্মদ আহছান উল্যাহ ভুঁঞা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাকশী বিভাগীয় পরিবহন কর্মকতা আনোয়ার হোসেন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকতা নাসির উদ্দীন, পরিবহন কর্মকতা হারুনুর রশিদ, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নুরুল আলম।
অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন-বিদায়ী স্টেশন মাস্টার হাবিবুর রহমান, সাংবাদিক খায়রুল ইসলাম, সান্তাহার নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর-এ নবী, নবাগত স্টেশন মাস্টার খাতিজা খাতুনসহ আরো অনেক।
আলোচনা শেষে বিদায়ী স্টেশন মাস্টার হাবিবুর রহমানকে সম্মামনা ক্রেস্ট প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আহছান উল্যাহ ভুঁঞা। এরপর সান্তাহার রেলওয়ে বিভিন্ন বিভাগের কর্মকতা-কর্মচারীবৃন্দ বিদায়ী স্টেশন মাস্টারের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।