ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সান্তাহারে হোটেল স্টার ফিরে পেলো মালিকানা

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘির সান্তাহারের ঐতিহ্যবাহী হোটেল স্টার দীর্ঘ ৮ বছর পর আ’লীগ নেতার জবরদখল থেকে ফিরে পেলো আসল মালিকানা। 

গতকাল (২ সেপ্টেম্বর) সোমবার দুপুরে দীর্ঘ ৮ বছর সান্তাহার ঐতিহ্যবাহী হোটেল স্টার ও হোটেল স্টার আবাসিকের মালিকানা দখলে নিয়েছেন প্রয়াত হোটেল মালিক ওসমান গণীর পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে স্টার পরিবারের সদস্যরা দুটি হোটেল দখলে নিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ২০১৬ সালে ওসমান গণীকে এলাকা ছাড়া করে তাঁর ছেলে এসএম জুয়েলের 

আপ্রকাশি এনজিও’র পাওনা টাকার নামে দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় আ’লীগ নেতা নুর ইসলাম তার বাহিনী নিয়ে হোটেল স্টার ও স্টার আবাসিকের দখলে নেয়। প্রয়াত ওসমান গণীর ছেলে মনোয়ার হোসেন বলেন, তাঁর ছোট ভাই এসএম জুয়েল সান্তাহারে আপ্রকাশি নামের একটি এনজিও খোলেন । পরে এনজিও লোকশনের মুখে পড়ে। 

এসময় এলকার কতিপয় আ’লীগ ও পাওনা দাররা আমার ভাইয়ের টাকা না পেয়ে বাবার হোটেলে হামলা চালায় এবং কিছু নারীর সহযোগিতায় হোটেল দখলে নেয়। পরে সান্তাহার শহরের শ্রমিক নেতা নুর ইসলাম একই ভাবে আমাদের হোটেল দুটি  দখল করে নেয় । কিছুদিন পর নওগাঁ শহরের আ’লীগ নেতা ফিরোজ হোসেন রেলওয়ের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় জাল লাইসেন্স তৈরী করে হোটেল স্টার তার দখলে নিয়ে ব্যবসা শুরু করে। সম্প্রতি মহামান্য হাইকোট বিভাগ বাবার নামের লাইসেন্স আমাদের ভাইদের নামে করার নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক আমরা আমাদের নিজের তৈরি হোটেল দখলে নিয়েছি। তিনি বলেন, আশা করি বর্তমান সরকার ও এলাকার জনগণ আমাদের সাহায্যে করবেন। 

বিষয়টি নিয়ে জবরদখলকৃত হোটেল দুটির দাবীদার ফিরোজ হোসেন ও নুর ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে উভয়ের  

ফোনই বন্ধ পাওয়া যায় । 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সান্তাহারে হোটেল স্টার ফিরে পেলো মালিকানা

সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

বগুড়ার আদমদীঘির সান্তাহারের ঐতিহ্যবাহী হোটেল স্টার দীর্ঘ ৮ বছর পর আ’লীগ নেতার জবরদখল থেকে ফিরে পেলো আসল মালিকানা। 

গতকাল (২ সেপ্টেম্বর) সোমবার দুপুরে দীর্ঘ ৮ বছর সান্তাহার ঐতিহ্যবাহী হোটেল স্টার ও হোটেল স্টার আবাসিকের মালিকানা দখলে নিয়েছেন প্রয়াত হোটেল মালিক ওসমান গণীর পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে স্টার পরিবারের সদস্যরা দুটি হোটেল দখলে নিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ২০১৬ সালে ওসমান গণীকে এলাকা ছাড়া করে তাঁর ছেলে এসএম জুয়েলের 

আপ্রকাশি এনজিও’র পাওনা টাকার নামে দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় আ’লীগ নেতা নুর ইসলাম তার বাহিনী নিয়ে হোটেল স্টার ও স্টার আবাসিকের দখলে নেয়। প্রয়াত ওসমান গণীর ছেলে মনোয়ার হোসেন বলেন, তাঁর ছোট ভাই এসএম জুয়েল সান্তাহারে আপ্রকাশি নামের একটি এনজিও খোলেন । পরে এনজিও লোকশনের মুখে পড়ে। 

এসময় এলকার কতিপয় আ’লীগ ও পাওনা দাররা আমার ভাইয়ের টাকা না পেয়ে বাবার হোটেলে হামলা চালায় এবং কিছু নারীর সহযোগিতায় হোটেল দখলে নেয়। পরে সান্তাহার শহরের শ্রমিক নেতা নুর ইসলাম একই ভাবে আমাদের হোটেল দুটি  দখল করে নেয় । কিছুদিন পর নওগাঁ শহরের আ’লীগ নেতা ফিরোজ হোসেন রেলওয়ের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় জাল লাইসেন্স তৈরী করে হোটেল স্টার তার দখলে নিয়ে ব্যবসা শুরু করে। সম্প্রতি মহামান্য হাইকোট বিভাগ বাবার নামের লাইসেন্স আমাদের ভাইদের নামে করার নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক আমরা আমাদের নিজের তৈরি হোটেল দখলে নিয়েছি। তিনি বলেন, আশা করি বর্তমান সরকার ও এলাকার জনগণ আমাদের সাহায্যে করবেন। 

বিষয়টি নিয়ে জবরদখলকৃত হোটেল দুটির দাবীদার ফিরোজ হোসেন ও নুর ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে উভয়ের  

ফোনই বন্ধ পাওয়া যায় ।