সাজেদুল-রিয়া দম্পতির প্রেমের পরিণতি শেষ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
মৃত্যু মধ্য দিয়ে শেষ হলো সাজেদুল-রিয়া দম্পতির প্রেমের পরিণতি। পাবনার ঈশ্বরদীতে প্রেমের সম্পর্কের পর পালিয়ে বিয়ে করেছিলো এই দম্পতি।
তবে তাদের এই বিয়ে মেনে নেননি স্বজনরা। কটূক্তি করতেন তারা। এটি সহ্য করতে না পেরে একসঙ্গে বিষপান করেন নবদম্পতি। এ ঘটনায় রোববার (৩০ জুন) রাতে মারা যান রিয়া খাতুন (১৯)। পরদিন রাত সাড়ে ৯টার দিকে নববধূর দাফন সম্পন্ন হয়।
লোকজন গোরস্থানে থাকতেই খবর আসে স্বামী সাজেদুল ইসলাম (২১) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে রোববার উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের আজতব প্রামাণিকের বাড়িতে সাজেদুল ও রিয়া বিষপান করেন। রিয়া সাহাপুর গ্রামের আজিজুলতলা এলাকার লেরু মোল্লার মেয়ে। সাজেদুল চরগড়গড়ি গ্রামের আজতব আলীর ছেলে।
মঙ্গলবার (২ জুলাই) সাজেদুলের বাবা আজতব আলী জানান, তার ছেলের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হবে।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সোমবার (১ জুলাই) রিয়ার দাফনের পর সাজেদুল মারা যায়। তাদের আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে।