সমাবেশ পেছালো বিএনপি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্ব নির্ধারিত ১৫ সেপ্টেম্বরের (রবিবার) সাবেশ স্থগিত করেছে।নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়া রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটি সদস্যদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনটি জরুরিভাবেই করা হচ্ছে। এ কারণে সমাবেশ পেছানো হয়েছে। বিশেষ করে সর্বশেষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের নানা বিষয়ে মত জানাতে পারে বিএনপি। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনে এখনো বিগত সরকারের ঘনিষ্ঠদের অবস্থানসহ রাষ্ট্রীয় ও প্রশাসনিক স্তরের উচ্চ পর্যায়ে সাবেক সরকারের অনুরাগীদের বিষয় উঠে আসতে পারে।