শেখ হাসিনা আরব আমিরাতে!
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
গণ আন্দোলনের মুখে চলতি বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সাথে ছিলো তার বোন শেখ রেহানা। এরপর থেকে ভারতে দুইমাস অবস্থান করেন।
ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বাংলাদেশের মানুষ। তবে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় ভারতেই ছিলেন তিনি।
এবার গণমাধ্যমে খবর চাউর হয়েছে, ভারত ছেড়ে গেছেন শেখ হাসিনা। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।
শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেয়ার দাবি একাধিক গণমাধ্যমের। সম্প্রতি নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানকে আরব আমিরাতে দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, আরব আমিরাতের আজমাইন শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। তার সাথে শেখ রেহানাও রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে সেখানেও দীর্ঘস্থায়ী হবেন না তারা।
শেখ হাসিনা আরব আমিরাতের আজমাইনে ঠিক কতোদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায়, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলো, তবে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও না করে দেয়।