শিল্পী সমিতির ভোটগ্রহণ চলছে
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শিল্পী সমিতির কার্যালয়ে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।
ভোট গ্রহন শেষে আজই ফলাফল প্রকাশ হবে। নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ দুই প্যানেল থেকে প্রতিদ্বন্দিদ্বতা করছেন ৪৮ জন প্রার্থী। প্যানেল দুটি হচ্ছে-মাহমুদ কলি ও নিপুণ আক্তার এবং অন্যটি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।
কলি-নিপুণ পরিষদ: সহ-সভাপতি পদে নির্বাচন করছেন ড্যানি সিডাক ও অমিত হাসান। সহ-সাধারণ সম্পাদক পদে বাপ্পি সাহা। সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব। এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান।
প্যানেলটির কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন সুজাতা আজিম, পীরজাদা হারুন, নাদের চৌধুরী, তানভীর তনু, মো.সাইফুল, পলি, সাদিয়া মির্জা, জেসমিন আক্তার,হেলেনা জাহাঙ্গীর, সনি রহমান ও সাইফ খান।