শাপলার বিলের সৌন্দর্যে টানছে বিদেশীদেরও
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
গোলাপী, মেজেন্ডা আর সবুজের মাখামাখি নিয়ে বরিশাল উজিরপুরের সাতলা-বাগদার বিশাল বিলে শাপলার সমারোহ দেখতে এখন দেশী পর্যটকদের পাশাপাশি বিদেশীরা আসতে শুরু করেছেন। বিশাল প্লাবন ভূমিতে লাখ লাখ শাপলা কার্পেট বিছিয়ে রেখেছে।
বরিশাল নগরী থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে উজিরপুরের সাতলা ইউনিয়নের উত্তর সাতলা ও আগৈলঝাড়ার বাগদা ইউনিয়নের বাগদা ও খাজুরিয়া গ্রামের প্লাবনভূমিতে বিছিয়ে আছে শাপলার বিল। তবে এটি লাল শাপলার বিল হিসাবেই বেশী পরিচিত।
দেশের স্বাধীনতার পূর্বকালে এই এলাকার জনগণ ছিল চরম অভাবি। শাপলা-শালুক খেয়েই তাদের দিন কাটাতে হত। বঙ্গবন্ধুর শাসনামলে এই এলাকার সন্তান শহীদ আবদুর রব সেরনিয়াবাত পানি সম্পদ মন্ত্রী থাকাকালে এখানে সাতলা-বাগদা সেচ প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়নের পর এখানকার মানুষ বোরো ধান সহ অন্যান্য শাক সবজি চাষ করে নিজেদের ভাগ্য বদলাতে শুরু করে। সাথে ছিল মাছ চাষ।
এখন দুঃখের দিনের শাপলা বিক্রী করেও অনেকে রোজগার করে সংসার চালাচ্ছে। আবার বর্ষাকাল আসলে এখানে প্রাকৃতিকভাবে জন্মানো শাপলা দেখতে প্রতিদিনই নিকটের ও দূরবর্তী অঞ্চলের মানুষ এখানে প্রাকৃতিক শোভা দেখে আনন্দ পায়।
শনিবার (৫ অক্টোবর) বেশ কয়েকজন চীনা নাগরিক শাপলার বিলের সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন। তারা এখান থেকে সরাসরি ভিডিও করে নিজ দেশে থাকা পরিবারকে শাপলার বিলের সৌন্দর্য দেখিয়েছেন।