ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নৈশপ্রহরী নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় এক নৈশপ্রহরী নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরো দুইজন।

সোমবার (১ জুলাই) রাত আড়াইটার দিকে হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৩-তে এ ঘটনা ঘটে। নিহত সলিম ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে। আহতরা হলো- মো. ইউনুস এবং সবি উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর ই/৩ ব্লকের বালুর মাঠ এলাকায় সোমবার রাতে আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঘটনাস্থল থেকে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরো দুই নৈশ প্রহরীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েরছ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নৈশপ্রহরী নিহত

সংবাদ প্রকাশের সময় : ১১:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় এক নৈশপ্রহরী নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরো দুইজন।

সোমবার (১ জুলাই) রাত আড়াইটার দিকে হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৩-তে এ ঘটনা ঘটে। নিহত সলিম ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে। আহতরা হলো- মো. ইউনুস এবং সবি উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর ই/৩ ব্লকের বালুর মাঠ এলাকায় সোমবার রাতে আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঘটনাস্থল থেকে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরো দুই নৈশ প্রহরীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েরছ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।