রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় একজন নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন কোমল দোগাছি এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম-স্বপন ইসলাম। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহত স্বপন ইসলাম (৪৫) আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কোমল দোগাছি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
জানা গেছে,বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ২টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কোমল দোগাছি নামক স্থানেমহাসড়ক পাড় হচ্ছিলেন স্বপন ইসলাম। এই সময় নওগাঁ গামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে তাকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে সুরতহাল প্রতিবেদন দাখিল করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।